Wednesday , 28 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় কারাগারে ফল উৎসব উদযাপন!

প্রতিবেদক
Btech News
May 28, 2025 12:17 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা জেলা কারাগারে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজন—মৌসুমি ফল উৎসব। কারা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ৪৩৫ জন কারাবন্দীর মাঝে লিচু, আম ও কাঁঠালসহ মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।

কারাগারের সুপারিনটেনডেন্ট. মহিউদ্দিন হায়দার জানান, “কারাবন্দীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। মৌসুমি ফল প্রাপ্তিতে তারা আনন্দিত হয়েছেন এবং এতে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় কারাগারের ভেতরে।”

ফল বিতরণ কার্যক্রমে কারা কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বন্দিদের আত্নীয় স্বজনের নিকট বিষয় টি দারুণ সাড়া ফেলে এবং সকলে এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে । তারা বলেন, এ ধরনের উদ্যোগ বন্দিদের মধ্যে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক ভূমিকা রাখে এবং পুনর্বাসন প্রক্রিয়াকে গতিশীল করে।

অনুষ্ঠানে বন্দীদের অনেকে জানান, দীর্ঘ সময় পর তারা এমন আয়োজন পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। ফল উৎসবটি তাদের মাঝে ভিন্নধর্মী অনুভূতি ও উৎসাহের সঞ্চার করেছে।

উল্লেখ্য, মাগুরা জেলা কারাগার ইতিপূর্বেও নানা সামাজিক ও মননশীল কার্যক্রমের মাধ্যমে কারাবন্দিদের মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ফল উৎসব তারই একটি প্রাঞ্জল দৃষ্টান্ত! এমনটা মনে করেন অনেকেই।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত