বিশেষ প্রতিনিধি :
আজ ৯ জানুয়ারি মাগুরা সদর উপজেলার ৬নং রাঘবদাইড় ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাঘবদাইড় ইউনিয়ন কৃষক সমাবেশে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। ছবি- বিটেক নিউজ
আজ বিকাল ৩ টায় মাগুরা সদর উপজেলার ৬নং রাঘবদাইড় ইউনিয়ন এর বেঙ্গা বেরইল গ্রামের মডেল স্কুল মাঠে ৬ নং রাঘবদাইড় ইউনিয়ন এর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরা সদর উপজেলা কৃষক দলের আহব্বায়ক এহসানুল হক পলাশের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দলের আহব্বায়ক রুবাইয়াত হোসেন খান।
সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক কুতুবউদ্দিন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান লিটন, জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা প্রমুখ।
সমাবেশে ইউনিয়ন এর কয়েক হাজার সাধারণ কৃষক শ্রমিক স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।