মোঃ সাইফুল্লাহ:
মাগুরায় শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার বিকেলে শ্রীপুর বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য,সাবেক ছাত্র নেতা অধ্যাপক এমবি বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানের সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন মাওলানা আব্দুল গাফফার, বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর কাজী আব্দুল আওয়াল সবুর, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আশিকুর রহমান,কর্মপরিষদ সদস্য মাওলানা অলিউর রহমান, মাওলানা আমিরুল ইসলাম, মোঃ ইলিয়াসুজ্জামান, মোফাজ্জেল হুসাইন, মুক্তার হুসাইন,ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা জাহাঙ্গীর আলম।
এ সময় অন্যানন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা ইনছান আলী,গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম,আমলসাে ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহিম,শ্রীকোল ইউনিয়ন আমীর মোল্লা হাসিবুর রহমান রিপন,দ্বারিয়াপুর ইউনিয়ন আমীর মাওলানা আবু বকর সিদ্দিক,কাদিরপাড়া ইউনিয়ন আমীর মোঃ নাসিম,সব্দালপুর ইউনিয়ন আমীর মাওলানা নূর ইসলাম, নাকোল ইউনিয়ন আমীর মোঃ শরীফুল ইসলাম,বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ শফিকুল ইসলাম ও মোঃ হামিদুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে ইউনিট,ওয়ার্ড ও ইউনিয়ন আমীরসহ দু’শতাধিক দ্বায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
দ্বায়িত্বশীল সমাবেশ শেষে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।