নাঈমুর রহমান:
মাগুরায় ” নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । আজ ২৭ জানুয়ারি মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর সেমিনার কক্ষে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো: মুনির হোসেন, অধ্যক্ষ, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, মো: মিজানুর রহমান, অধ্যক্ষ, মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মো: আফজাল হোসাইন, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, মো: ইলিয়াসুর রহমান, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, আবু মো: রেজাউল করিম, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, আব্দুল আওয়াল, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, অধ্যাপক সাইদুর রহমান, সভাপতি, মাগুরা প্রেসক্লাব, সহ কয়েকশত বিদেশগামী বেকার যুবক।
সেমিনারে নিরাপদ অভিবাসন এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও সরকারি নানা সুযোগ সুবিধা নিয়ে বক্তারা আলোচনা করেন।