বিশেষ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী মারুফ বিশ্বাস মিঠুর লাশ দাফনের ১৮৯ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) মাগুরার সদর উপজেলার ১ নং হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের পারিবারিক গোরস্থান থেকে মারুফ বিশ্বাস মিঠুর লাশ উত্তোলন করা হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা সাভারে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে মারুফ বিশ্বাস মিঠু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঢাকা থেকে মাগুরা গ্রামের বাড়িতে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে এম শাখা) নাহিদ ফাতেমা ও মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার এস আই মো: হাফিজুর রহমান ও মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মাগুরা ,ডাক্তার মোঃ আহসান হাসিবের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। মারুফ বিশ্বাস মিঠু ১ নং হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহজাহান ইসলামের ছেলে।
মামলার তদন্তের স্বার্থে আদালত মারুফ বিশ্বাস মিঠুর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান ঢাকা সাভার মডেল থানার কর্মকর্তা এস আই অটল জানায় বিজ্ঞ আদালতের নির্দেশে মারুফ বিশ্বাস মিঠুর লাশ কবর হতে উত্তোলনের জন্য নির্দেশনা থাকায় তাহার লাশ উত্তোলন করা হয়েছে।