বিশেষ প্রতিনিধি:
মাগুরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মাগুরার হোসেন শহীদসোয়ারা উদ্দীনকলেজ ক্যাম্পাস থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,এক বর্ণাঢ্য রেলি বের হয়ে পুরা শহর প্রদীক্ষন করেন এবং ভায়নায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত রেলি সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিন আশিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সুমন, সাবেক জেলা সভাপতি ডক্টর আলমগীর বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন যথাক্রমে সাবেক জেলা সভাপতি মোঃ ফারুক হোসাইন, মোহাম্মদ আলতাফ হোসেন, মোঃ কুতুব উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, আবু হুরায়রা,মাওলানা মারুফ, জেলা আমির অধ্যাপক এম বি বাকের, জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমদ সহ জেলা এবং থানা নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জন্ম হয়েছে ১৯৭৭ সালে ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই ৪৮ বছরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে।ছাত্রশিবির ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ কোথাও লুকিয়ে যায়নি। উক্ত রেলি এবং আলোচনা সভায় হাজার হাজার ছাত্র অংশগ্রহণ করেন।