মোঃ সাইফুল্লাহ:
মাগুরার শ্রীপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৫ আসামিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, শ্রীপুর জি-আর ১০০/২৪ নং-মামলায় উপজেলার কচুবাড়িয়া গ্রামের মোঃ আনিচুর রহমান ওরফে মুরাদ (২২), শ্রীপুর সি.আর ৮৪২/২৪ নং মামলায় শাপলগাছা গ্রামের মোছাঃ আম্বিয়া আক্তার চম্পা, শ্রীপুর থানার জি.আর-৭২/২৪ নং মামলায় সাবিনগর গ্রামের মোঃ বিকু বিশ্বাস, শ্রীপুর জি.আর ৪১/২৪ নং মামলায় বরালিদহ গ্রামের মোঃ লিটু আনাম আটক করা হয়েছে।
সোমবার তাদের মাগুরা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে ।