মোঃ সাইফুল্লাহ :
মাগুরার শ্রীপুরে সামাজিক কোন্দলের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকেরসহ নেতৃবৃন্দ । ২৫ জানুয়ারি (শনিবার) বিকালে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দাইরপোল-দরিবিলা গ্রামের ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেন তাঁর। এ সময় কয়েকটি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক এম বি বাকের। জেলা জামায়াতে ইসলামীর আমীরকে পেয়ে সংঘর্ষের দিনের ভয়াবহ চিত্র তুলে ধরেন স্থানীয়রা। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বসবাস করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, সেক্রেটারী অধক্ষ সাঈদ আহমেদ, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী মোঃ সাইফুল্লাহ, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা নায়েবে আমির কাজী আব্দুল আওয়াল সবুর, উপজেলা সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, উপজেলা অফিস সেক্রেটারী মাওলানা আমিরুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান রিপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলার সেক্রেটারী মোঃ মোজাফফর হোসেন মুন্না, রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়নের উপজেলা সভাপতি মোঃ শাহজাহান আলী মোল্লাসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৭ জানুয়ারি দুই গ্রূপের মধ্যে সংঘর্ষের জেরে জামায়াত নেতার বাড়ীসহ দুই পক্ষেরই অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।