মোঃ সাইফুল্লাহ:
মাগুরা শ্রীপুরের খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪ জন শিক্ষার্থী ও একজন অসুস্থ শিক্ষকের মাঝে শিক্ষাবৃত্তি দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাট মাধ্যমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুমে এ শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়৷
৮৭ ফাউন্ডেশনের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডা. সাইফুল ইসলাম রঞ্জু।
৮৭ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোল্যা আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মঈদুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহিদুজ্জামান অটু( ৮৭) ফাউন্ডেশনের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনিচুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মৃধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী জহুরুল হক, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বিশ্বাস, শ্রীকোল মাধ্যমিক বদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা আবু সাইদ, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক অনন্ত কুমার বিশ্বাসসহ অন্যরা।
এ সময় ৮৭ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সাইফুল ইসলাম রঞ্জু জানান, মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক ও সামাজিক সংগঠন ৮৭ ফাউন্ডেশন। উপজেলা সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রতি তিনমাস অন্তর শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়। এছাড়া অসচ্ছল সদস্যদের সন্তানদের লেখাপড়ার সার্বিক সহযোগিতা, গরীব ও মেধাবির শিক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য বিশেষ অর্থ প্রদান, করোনাকালীন সময়ে জেলার বিভিন্ন এলাকায় অক্সিজেন সেবা প্রদান, যে কার্যক্রম এখনো চলমান রয়েছে। বিগত দিনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও অসহায় রোগীদের জন্য আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে,এ সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।