মঈনুল ইসলাম সুজন:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা কৃষকদলের উদ্যোগে শ্রীপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, সাবেক যুগ্ম-আহ্বায়ক আরমান মোল্যা, জেলা যুবদলের সহ-সম্পাদক লিটন মোল্লা, যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সী জয়নুল আবেদীন, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মুকুল, সাবেক সদস্য সচিব কে এম রোমানুর রহমান বিপ্লব, সাবেক যুগ্ম-আহ্বায়ক মঈনুল ইসলাম সুজন, খন্দকার সাহেব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন, ৪নং শ্রীপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান শেখ, সদস্য সচিব টুকু শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।