মোঃ সাইফুল্লাহ :
মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীকোল বাজারে শ্রীকোল ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড জামায়াত ইসলামের আয়োজনে এ শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীকোল ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী এর সভাপতি রফিকুল ইসলাম ও ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ওয়াসমিন বিশ্বাস এর সভাপতিত্বে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান।
মোফাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওলিউর রহমান, মাওলানা আমিরুল ইসলাম, জামায়াতে ইসলামী শ্রীকোল ইউনিয়ন শাখার সভাপতি এম হাসিবুর রহমান রিপন, সেক্রেটারি মাওলানা আবুল হাসান, সহ-সভাপতি কাজী জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীকোল ইউনিয়নের সভাপতি মোঃ রোকনুজ্জামানসহ অন্যরা।
সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংঠনের বিভিন্ন স্তরের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।