বিশেষ প্রতিনিধি:
দরপত্র ছাড়া বিশেষ সুবিধায় আবারও বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স প্রকল্পের কাজ পেয়েছে ফ্যাসিস্ট সরকারের সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের পারিবারিক কোম্পানি কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড বা সিএনএস।
বিগত ১৫ বছর ধরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রভাবে বিআরটিএ এর সকল টেন্ডার একক ভাবে নিয়ন্ত্রণ করতো কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড বা সিএনএস। আর বর্তমান সময়েও সে ধারা অব্যাহত রেখে সিএনএসকে প্রকল্পের কাজ দিচ্ছে বিআরটিএ এর পরিচালক ইঞ্জিনিয়ার সিতাংশু।
সিএনএসকে কাজ দেওয়ার জন্য বিআরটিএ এর দরপত্রতে অযাচিত ভাবে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হত যা শুধু মাত্র সিএনএস ছাড়া অন্য কোন কোম্পানির পক্ষে পূরণ করা সম্ভব হত না। যার ফলে সিএনএস ই সকল টেন্ডার একক ভাবে নিয়ন্ত্রণ করতো।
প্রায় এক বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিএমটিএফ বিআরটিএতে যোগাযোগ করে ড্রাইভিং লাইসেন্স প্রকল্পের কাজ করার প্রস্তাব রাখলেও বিআরটিএ এর পরিচালক ইঞ্জিনিয়ার সিতাংশু নানা টালবাহানায় প্রস্তাব বাতিল করে আবারও ফ্যাসিস্ট আনিসুল হকের সিএনএস কে কাজ দিয়েছে।
বাংলাদেশে বিআরটিএ এর কাজ করা মত ১৬০০ আইটি কোম্পানি থাকলেও ” বিশেষ শর্ত” আরোপ করে সিএনএস কে কাজ দেওয়ায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জুলাই বিপ্লবীদের মধ্যে।