মোঃ সাইফুল্লাহ:
বিগত আওয়ামীলীগ সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোঃ জাহিদুল ইসলাম বলেছেন স্বৈরাচার যা করেছে তা কোনো ব্যাক্তি বা ভিকটিম যদি ক্ষমা করে তবে তা ভিন্ন বিষয় কিন্তু কোনো দল ও কোনো গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না। বুধবার (২০ নভেম্বর) বিকালে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে সুধী সমাবেশের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ব্যবসায়িক সম্পাদক মোঃ সালাউদ্দিন, কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা.আবীর হোসেন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এমবি বাকের, জেলা সেক্রেটারি সাঈদ আহমেদ বাচ্চুসহ জেলা ও উপজেলার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মাগুরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আশিক খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী জুবায়ের হোসাইন সহ জেলা ও উপজেলা পর্যায়ের ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।