মো: সাইফুল্লাহ :
মানবতার কল্যাণের জন্য শিল্প ও বানিজ্য এ শ্লোগান নিয়ে মাগুরা শ্রীপুরের লাঙ্গলবাঁধে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লাঙ্গলবাঁধ সিনিয়র মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের লাঙ্গলবাঁধ অঞ্চলের উপদেষ্টা মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই বি ডব্লিউ এফের যশোের কুষ্টিয়া জোনের পরিচালক আব্দুল মতিন। সংগঠনের মাগুরা জেলা শাখার পরিচালক ও মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান অধ্যাপক আশরাফ হুসাইন,জেলা জীব বৈচিত্র্য ও বণ্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, আই বি ডব্লিউ এফের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোল্লা মিজানুর রহমান,ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লাঙ্গল বাঁধ শাখার ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ।
বিশিষ্ঠ আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে দারুস কুরআন পেশ করেন মাওলানা আব্দুল গাফফার। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াসুজ্জামান, মোঃ আকরাম হোসেন, মোঃ শাজাহান আলী, মোঃ রোকনুজ্জান মিয়া,মোঃ আসাদুজ্জামান মোঃ আক্তারুজ্জামান ,মোঃ নূরুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে কয়েকশত ব্যবসায়ী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।