মোঃ সাইফুল্লাহ :
মাগুরার শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শ্রীপুরের ৪ শহীদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে দলটির নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন।
প্রথমে উপজেলা নোহাটা গ্রামের শহীদ আসিফ ইকবাল রাব্বির কবর জিয়ারত করেন, পরে রায়নগর গ্রামের শহীদ ফরহাদ হোসেন, বরইচারা গ্রামের শহীদ মুত্তাকিন বিল্লাহ এবং সর্বশেষ শ্রীপুর গ্রামের শহীদ শাহরিয়ার সোহানের কবর জিয়ারত করেন।
এ সময় তারা শহীদ পরিবারগুলোর সাথে দেখা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কবর জিয়ারত শেষে জুম্মার নামাজের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তাদের গ্রামের মসজিদে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহাগ হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জহুরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।