বিশেষ প্রতিনিধি:
দেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে, এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মোঃ শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির এমবি বাকের, বিএনপি নেতা মাসুদ হাসান খান কিজিল, মোঃ কুতুবউদ্দিন, আমিনুর রহমান খান পিকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলামসহ মাগুরা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এনটিভির শুভানুধ্যায়ী বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে এনটিভির ব্যানারে একটি আনন্দ র্যালি বের হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে এনটিভির জন্মদিন পালন করা হয়।
এ সময় আমন্ত্রিত অতিথিরা এনটিভি কে শুভেচ্ছা জানিয়ে তার বস্তুুনিষ্ট সংবাদ এবং সৃজনশীল অনুষ্ঠানের জন্য অভিনন্দন জানান।