মোঃ সাইফুল্লাহ:
মাগুরায় জামায়াতে ইসলামীর দাওয়া বিভাগের আয়োজনে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সে শনিবার সকালে দিনব্যাপী দ্বায়ী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর দাওয়া বিভাগের সেক্রেটারী মাওলানা মারুফ কারখী সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসার অধ্যাপক ড, রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
প্রশিক্ষণে জেলার ৪ উপজেলার বাছাইকৃত দ্বিতীয় গ্রুপের দ্বিতীয় পর্বের ৩৫ জন দ্বায়ী অংশ গ্রহন করেন।