বিশেষ প্রতিনিধি:
মাগুরায় প্রাথমিক সহকারী শিক্ষকগন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে।মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় মাগুরা পিটিআই ইনিস্টিউটের সমানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে মাগুরা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।মানববন্ধনে উপস্থিত শিক্ষকগন বলেন আমরা সহকারী শিক্ষকরা স্নাতক/ স্নাতকোত্তর পাশ অথচ আমাদের ১৩ তম গ্রেডে চাকরি করতে হচ্ছে যা আমাদের শিক্ষক জাতীয় জন্য লজ্জা জনক।
এছাড়া যেখানে নার্স প্রফেশনে যারা চাকরি করছে তারা ডিপ্লোমা পাশ অথচ তারা ১০ গ্রেডে চাকরি করছে। একই দেশে এই দুই নীতি শোভা পাওয়া উচিত নয়।তাই প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবি শুধু আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার।