বিশেষ প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা জেলা শাখার আয়োজনে বুধবার সকালে মাগুরা জেলা জজ আদালতের সামনে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা জেলা সভাপতি অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কবির, সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ, এডভোকেট আহমেদ হোসেন, পিপি সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট মিজানুর রহমান।
এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিশংস ভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, একই সাথে জঙ্গি সংগঠন ইসকনকে অনতিবিলম্বে এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এদেশের মাটিতে ইসকন জঙ্গি সংগঠনের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন মাগুরা জেলা জজ আদালতের আইনজীবীরা।