বিশেষ প্রতিনিধি:
মাগুরায় জবরদখলের অভিযোগ এনে মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম আখরোটের দখল থেকে বাড়ী উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে উর্মি শায়লা মনিরা নামে এক নারী।
আজ ২৮ সেপ্টেম্বর দুপুর ১ টায় মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উর্মি শায়লা মনিরা অভিযোগ করে বলেন, আমার পিতার রেখে যাওয়া মাগুরা শহরের হরিশ দত্ত রোডে অবস্থিত ৮.২০ শতাংশ জমিসহ বাড়ির কর ফাকি দিয়ে মাজহারুল ইসলাম আখরোট চেয়ারম্যান খাস জমিতে পরিণত করে ফেলে। পরবর্তীতে মাজহারুল ইসলাম আখরোট চেয়ারম্যান ও তার গডফাদার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ক্ষমতা কাজে লাগিয়ে উক্ত জমিসহ বাড়ি দখল করে বসবাস করতে থাকে।
উর্মি শায়লা মনিরা আরও বলেন, ২০২১ সালে পৈত্রিক বাড়ি ভাগবাটোয়ারা করার জন্য জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সংসদ সদস্য ও জেলা প্রশাসকের নিকট আবেদন করি। তখন তাদের কাছে সাড়া না পেয়ে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠালে তৎকালীন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম চারবার শুনানী করলে আমরা জানতে পারি যে মাগুরা শহরের চার তলা বাড়িটি আমার বাবার সম্পত্তি। কিন্তু আখরোট চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে দখল ও বসবাস করে আসছিলো।
তিনি আরও বলেন, গত ৬ আগস্ট ২০২৩ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় এর সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আমাকে প্রকৃত মালিক হিসেবে বাড়িটি বুঝিয়ে দেওয়ার নির্দেশ থাকলেও আমি আজও তা বুঝে পায়নি।
উল্লেখ, অভিযোগ কারী উর্মী শায়লা মনিরা ও যার বিরুদ্ধে অভিযোগ মাজাহারুল ইসলাম আখরোট আপন ভাই-বোন।