Wednesday , 14 August 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ

প্রতিবেদক
naimur24
August 14, 2024 2:17 pm

বিশেষ  প্রতিনিধি:

মাগুরার বিভিন্ন সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক ব্যবস্থাপনাসহ দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ১৪ই আগষ্ট বুধবার দুপুর ১২টায় শহরের যানজট নিরসনের দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীসহ বিভিন্ন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী শিক্ষার্থী, পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে খাবার ও পানি বিতরণ করেছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে এ খাবার ও পানি বিতরণ করে মাগুরা রিপোর্টার্স ইউনিটি।

এই সময় উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান , সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী সাধারণ সম্পাদক মোঃআলী আশরাফ,সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন খোন্দকার, সহ সভাপতি বিকাশ বাছাড়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন নয়ন,মাহমুদুল হাসান,তাছিন জামান,রাজিব হোসেন, মাহিম সিদ্দিকী সহ আরো অনেকে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে সরকার পতনের পর শুরু হয় এক অস্থিতিশীল অবস্থা। সেই অচলাবস্থা কাটাতে এগিয়ে আসেন শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তাঁরা রাস্তার আবর্জনা সরানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করেন। পরিচালনা করছেন ট্রাফিকের দায়িত্বও। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এখনো বিনা পারিশ্রমিকে দিনব্যাপী কাজ করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী বলেন, সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে রোদ, তাপ, বৃষ্টিসহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে মানুষের সেবায় সারাদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদেরকে একটুখানি প্রশান্তি দিতেই সাংবাদিকদের সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটির এই উদ্যোগ। এই তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ। মাগুরা মাগুরা রিপোর্টার্স ইউনিটি সব সময় ভালো কাজের সাথে ছিল। ভবিষ্যতেও সামাজিক উদ্যোগের পাশে থাকবে মাগুরা রিপোর্টার্স ইউনিটি। এ সময় তিনি বিগত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে মাগুরায় ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে যে দৃশ্যমান ভূমিকা রেখেছেন তার ভূয়েসী প্রশংসা করেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত