বিশেষ প্রতিনিধি:
মাগুরায় সেনা অভিযানে অস্ত্রসহ দুইজন আটক হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি ইং ২.০০ টার সময় মাগুরা আর্মি ক্যাম্প ১৪ বীর এর মেজর সাফিন এর নেতৃত্বে মাগুরা জেলার সদর থানার পারনান্দুয়ালী গ্রামের মো: আশিকুল আলম এর দোকানে অভিযান পরিচালনা করে।
এসময় ০১টি ওয়ান শ্যুটার গান , এক রাউন্ড কার্তুজ, ০২ টি মোবাইল, ০১টি মোটরসাইকেল সহ মোঃ আল আমিন(৩১) মোঃ সাজিদ(২৫) নামের দুইজনকে আটক করা হয়।
আটক মোঃ আল আমিন (৩১) মাগুরা সদর উপজেলার পারলা গ্রামের বক্কর মল্লিক এর ছেলে। অপর জন মো: সাজিদ সদরের পারনান্দুয়ালী গ্রামের অহিদুর এর ছেলে।