বিশেষ প্রতিনিধি:
মাগুরা জেলা ফিদে র্যাপিড রেটিং দাবা চ্যাম্পিয়নশীপ সৈয়দ নাজমুল সাদাত এর সভাপতিত্বে মিডিয়া পার্টনার প্রেসক্লাব মাগুরা ,এসোসিয়েশন অফ চেস প্লেয়ার্স বাংলাদেশ,মাগুরা এর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়,জাহানারা বেগম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়,মাগুরায় দিনব্যাপী ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) সকালে মাগুরা ইনডোর স্টেডিয়ামে এ দাবা প্রতিযোগিতার উদ্ধোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার, এ.এস. এম মুক্তারুজ্জামান,
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাগুরা প্রেসক্লাব শফিকুল ইসলাম শফিক,জাহানারা বেগম ফাউন্ডেশন সৈয়দ হাসানুজ্জামান টমাস,ফিদে আরবিটার তরিকুল ইসলাম, কৃতি দাবাড়ু সৈয়দ মাহফুজুর রহমান ইমন, টুর্নামেন্ট পরিচালনায় মো:কবির হোসেন, মো:মনিরুল ইসলাম,আব্দুস সালাম,ফয়সাল আহমেদ সুমনসহ মাগুরার ক্রিয়া প্রেমীরা উপস্থিত ছিলেন। উক্ত দাবাড়ু প্রতিযোগিতায় ১১ জনকে পুরস্কৃত করা হয়েছে এর ভিতরে প্রথম স্থান রহমান সৈয়দ মাহফুজুর দ্বিতীয় স্থান মো : সুমন হোসেন তৃতীয় স্থান মো: এনামুল বাহার অধিকার করেছেন।
দিনব্যাপী এ দাবা প্রতিযোগিতায় মাগুরা জেলার মোট ৬৭ জন দাবাড়ু অংশ নিয়েছেন।