শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০ জন মুরগি পালনকারী পিজি সদস্যের মাঝে ফিডার ও ড্রিংকার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. সীমান্ত, পৌরসভার এলএসপি (LSP), এবং প্রকল্পভুক্ত সুফলভোগী খামারীবৃন্দ।
প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, খামারীদের আধুনিক ও টেকসই খামার ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে খামারীদের উদ্দেশ্যে খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও সুষম খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।
উপজেলার প্রাণিসম্পদ বিভাগ আশাবাদী, এ ধরনের কার্যক্রম খামারীদের আয় বৃদ্ধি ও ডিম-মুরগির উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।