বিশেষ প্রতিনিধি:
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষাসামগ্রী বিতরণ ও সংবর্ধনা প্রদান করেছে মাগুরা জেলা ছাত্রদল। আজ শনিবার বিকাল ৪টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের হল রুমে প্রায় ৩০০ শিক্ষার্থীকে কলম, পেনসিল, স্কেলসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক এমপি প্রার্থী মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক এবং আলমগীর হোসেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সরকারি হোঃ সঃ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।
আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, “ছাত্রসমাজ জাতির ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত ও সচেতন করে গড়ে তুলতেই এই ক্ষুদ্র প্রয়াস। বিএনপি সবসময় শিক্ষার উন্নয়নে পাশে ছিল, আছে, থাকবেও।”
জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, “বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার বিরুদ্ধে ছাত্রদল ইতিবাচক ভূমিকা রাখছে। আজকের শিক্ষার্থীরাই আগামীতে সঠিক নেতৃত্ব দেবে—এই আশায় ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জেলা ছাত্রদল বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে উৎসাহিত করে আসছে।