মোঃসাইফুল্লাহ:
মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শালিখা উপজেলার উদ্যোগে মঙ্গলবার বিকেলে আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফছার উদ্দিন এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আমীর অধ্যাপক এম,বি বাকের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর নেতা মোঃনায়েব আলী, মোঃআব্দুল মান্নান,অধ্যাপক লিয়াকত আলী শিকদার, মাস্টার হায়াত আলী সহ আরও অনেকে।
সম্মেলনে ইউনিয়ান ,ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলসহ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।