মোঃ সাইফুল্লাহ:
মাগুরা শ্রীপুরের খামারপাড়ায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। মঙ্গলবার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী জমকালো আয়োজনে মুখরিত হয় পুরো বিদ্যালয় চত্বর। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রীতিভোজ, সংবর্ধনা, আলোচনা সভা, অসচ্ছল বন্ধুদের মাঝে চেক বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক অনন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোহাটা গার্লস স্কুল এ্যান্ড আইডিয়াল কলেজের সহকারী শিক্ষক পলি রানী বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় স্মৃতিচারণ বক্তব্য রাখেন, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সহকারী প্রধান শিক্ষক মোল্যা আতিয়ার রহমান, সহকারী শিক্ষক মোঃ খবির হোসেন, রাজ কুমার বিশ্বাস, প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল আজিজ, প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল কাদের লোহানী, প্রাক্তন সহকারী শিক্ষক এ,জেড উবাইদুল্লাহ, ১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থী শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, প্রভাষক আসমাউল হাসান, সার্জেন্ট জাহিদুল ইসলাম, জনতা ব্যাংক লাঙ্গলবাঁধ শাখার প্রিন্সিপাল অফিসার বিশ্বজিৎ কুমার কুণ্ডুসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।