এস এম শিমুল রানা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মাগুরার মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৬) গুলিবিদ্ধ শিক্ষার্থীদের পরিবার টাকার অভাবে তাদের চিকিৎসা করাতে পারছেন না। এজন্য সকলের কাছে চিকিৎসার সহযোগিতা চাচ্ছেন তার পরিবার।
গুলিবিদ্ধ হন ঢাকা এয়ারপোর্ট এর সামনে বিগত (০৫ আগস্ট) পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন । মাগুরা জেলা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের (অবসরপ্রাপ্ত) সৈনিক মোঃ মাসুদ মিয়ার ছেলে , তিনি মাগুরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত (১৬ জুলাই) মাগুরা সরকারি কলেজ মাঠে আন্দোলনে অংশগ্রহণ করেন তারা। একপর্যায়ে তিনি ঢাকা চলে যান সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের গুলিতে আহত হয়ে পড়ে থাকেন পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় ছোটাছুটির একপর্যায়ে গুলিবিদ্ধ হয় সে। পরে সহপাঠীদের সহায়তায় তাকে ঢাকা উত্তরা মহিলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের পক্ষে চিকিৎসা ব্যায়ভার বহন করা সম্ভব হচ্ছে না।
আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মরতে বসছে মামুন, হারাতে বসেছেন তার পরিবার,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে, গুলিবিদ্ধ শিক্ষার্থীদের পরিবার টাকার অভাবে তাদের চিকিৎসা করাতে পারছেন না। এজন্য সকলের কাছে চিকিৎসার সহযোগিতা চাচ্ছেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা সরকারে কাছে আবেদন করছি, আব্দুল্লাহ আল মামুন পারিবারিক অবস্থা ভালো না। চিকিৎসা করানোর মতো পরিস্থিতি নেই তাদের। এজন্য তাদের চিকিৎসার যেন সরকার নেয় এটাই আমাদের চাওয়া এবং এমতাবস্থায় বর্তমান সরকারের কাছে আর্থিক সাহায্য ও তার চিকিৎসার ব্যায়ভার বহনের জন্য বিশেষ অনুরোধ করছে তার পরিবার।
মামুনের বাবা মাসুদ মিয়া জানান, আমি (অবসরপ্রাপ্ত) সৈনিক কোন রকম সংসার চালাচ্ছি। কিন্তু আমার একমাত্র ছেলেকে কীভাবে চিকিৎসা করাব। আমি কিছুই বুঝতে পারছি না। তাও ছেলের চিকিৎসার জন্য ধারদেনা করে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা শেষ করেছি। আমার হাতে আর কোনো টাকা-পয়সা নেই। এখনো তার অবস্থা ভালো নাই । বিত্তবান ব্যক্তি ও সরকারের কাছে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার অনুরোধ জানান তিনি।