শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার প্রাণকেন্দ্রে মিশে আছে এক ঐতিহ্যবাহী হাটের গল্প। বাগুটিয়া হাট, যার ইতিহাস শত বছরেরও বেশি পুরনো, আজও তার প্রাণচাঞ্চল্য ধরে রেখেছে। প্রতি সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার এই হাটে জমে উঠে স্থানীয় কৃষক ও ক্রেতাদের মেলবন্ধন। এখানে শুধু পণ্য কেনাবেচাই হয় না, গড়ে ওঠে সম্প্রীতির এক অনন্য বন্ধন।
বাগুটিয়া হাটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ফরমালিনমুক্ত তাজা শাকসবজি। শীতকালে ফুলকপি, বাধাকপি, টমেটো, সিমের সমারোহ দেখা গেলেও সারা বছরই এখানে পাওয়া যায় নানান ধরনের তাজা সবজি। স্থানীয় কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি এখানে বিক্রি করেন, যা ক্রেতাদের কাছে বিশেষভাবে বিশ্বস্ত। দামের কিছু ওঠানামা থাকলেও তাজা ও নিরাপদ পণ্য পেয়ে ক্রেতারা থাকেন সন্তুষ্ট।
শুধু সবজিই নয়, বাগুটিয়া হাটের আরেকটি বিশেষত্ব হলো দেশি গাভীর দুধ। প্রতিদিন সকালে এই দুধ কিনতে দূর-দূরান্ত থেকে ক্রেতারা ভিড় জমান। দেশি গাভীর দুধের গুণগত মান ও স্বাদের জন্য এই হাটের সুনাম ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। স্থানীয়রা জানান, এই দুধ শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও অনন্য।
স্থানীয় কৃষকদের জন্য বাগুটিয়া হাট শুধু একটি বাজার নয়, এটি তাদের জীবিকার প্রধান উৎস। এখানে পণ্যের চাহিদা থাকায় কৃষকরা নিশ্চিন্তে ফসল ফলাতে পারেন। অন্যদিকে, ক্রেতাদের কাছেও এই হাট বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তারা হাতের নাগালেই পেয়ে যান তাজা ও নিরাপদ পণ্য।
কালিহাতীর বাগুটিয়া হাট শুধু একটি বাজারই নয়, এটি ঐতিহ্য, সম্প্রীতি ও সম্প্রদায়ের মেলবন্ধনের প্রতীক। এই হাটের প্রাণবন্ত পরিবেশ ও পণ্যের গুণগত মান আগামী দিনেও ধরে রাখবে তার ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।