মোঃ সাইফুল্লাহ:
মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যাক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সোমবার সকালে শহরের দোয়ার পাড় এলাকায় বৃষ্টির পানিতে মাছ মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিয়ার রহমান (৫৬)নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে শহরের দোয়ারপাড়ে বৃষ্টিতে ডুবে যাওয়া মাঠে ফাঁস জাল ফেলে মাছ ধরছিলেন অলিয়ার রহমান ও তার স্ত্রী পভি বেগম । এ সময় পার্শ্ববর্তী একটি কাঁচা রাস্তার পাশের বৃষ্টিতে আংশিক ডুবে যাওয়া বিদ্যুতের খুঁটির কাছ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ওলিয়ার রহমান । পাশেই থাকা তার স্ত্রী বিদ্যুৎ স্পৃষ্ট অবস্থায় তাকে উদ্ধার করতে চেষ্টা করলে বিদ্যুতের কারণে তিনি ব্যর্থ হন।
ওলিয়ারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।