মোঃ সাইফুল্লাহ:
আগামী ১৯ জুলাই ২০২৫ শনিবার দুপুরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে মাগুরায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। চল চল ঢাকা চল,জাতীয় সমাবেশ সফল কর, এই শ্লোগানসহ নেতা কর্মীদের সাথে নিয়ে মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের ও মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক জেলা আমীর আলহাজ্ব আব্দুল মতিন জেলার সর্বত্র গণসংযোগ করে মাগুরার আপামর জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছেন। সমাবেশে যোগদান উপলক্ষে হয়েছে সংবাদ সম্মেলন।
শুভেচ্ছা তোরণ, ব্যানার, পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে মাগুরা শহরসহ গোটা জেলা । জেলার সর্বত্রই চলছে মাইকিং, চলছে খোলা ট্রাকে ভ্রাম্যমান প্রচারনা সম্বলিত ইসলামী সংগীত। সবখানে সাজ-সাজ রব-রব পড়ে গেছে । চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের কথা। আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভাষন দিবেন সেখানে। আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনা মূলক বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে জামায়াতের নেতা -কর্মীসহ আপামর জনতা ।
সমাবেশে সভাপতিত্ব করবেন মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদেষ্টা ডাক্তার শফিকুর রহমান। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় এ সমাবেশে যোগদান উপলক্ষে ১৫ জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় দরিমাগুরাস্থ নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে মাগুরা জেলা জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও মাগুরা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের বলেন, আগামী ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওর্য়াদি উদ্যানের জাতীয় সমাবেশ ‘সম্প্রীতির এক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এই জাতীয় সমাবেশ আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, মাগুরা জেলা থেকে অন্তত ১০ হাজার কর্মী সমর্থক নিয়ে সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য দেড় শতাধিক বাস ও মাইক্রোবাসসহ প্রয়োজনীয় যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে জেলা জামায়াতের সাবেক আমীর ও মাগুরা-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মতিন বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় এই জাতীয় সমাবেশ একটি মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ।”
সম্প্রতি ঢাকার মিডফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান অধ্যাপক বাকের। তিনি বলেন, খুনি বা সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নেই। অপরাধী যেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করতে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশ সফল করতে জেলার সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন জামায়াতের এই নেতা।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।